ভোলায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতন সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

ভোলায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতন সপ্তাহ  উপলক্ষ্যে আলোচনা সভা

ভোলা প্রতিনিধি :আপেল মাহমুদ(শাওন) ভোলায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতন সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“এন্টিবায়েটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে রবিবার (১ লা ডিসেম্বর) সিভিল সার্জেন ভোলা অফিস এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কান্টেইনমেন্ট,ভাইরাস হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচী এই সভার আয়োজন করে। আলোচনা সভায় (ভারপ্রাপ্ত) সিভিল সার্জেন ডা:নিত্যানন্দ চৌধুরীর সভাপত্বি আলোচনায় অংশ নেয় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা:সুব্রত রায়,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো:সুলাইমান,ব্রাক জেলা প্রতিনিধি মো: আশরাফুল আলম,নাসিং ইনেসক্টর আছমা বেগম প্রমুখ। এসময় বক্তারা বলেন,এন্টিবায়োটিক সেবনের পূর্বে যোগ্যতাসম্পন্ন পেশাদার স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহন করে ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক সেবন করা ঠিক নয়। এন্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার তিকর। এন্টিবায়োটিক ঠান্ডা বা ভাইরাসজনিত রোগে কোনো কাজ করে না। যদি ভাইরাসজনিত রোগে এন্টিবায়োটিক প্রয়োগ করা হয়, তবে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডাক্তার ছাড়া অন্য কারো ওষুধ দেয়ার কোনো এখতিয়ার নেই। এন্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ওষুধের সঙ্গে এর কোনো ইন্টারঅ্যাকশন আছে কিনা তা সাধারণ জনগণের অজানা। এন্টিবায়োটিক সেবন করতে গিয়ে অনেকে অন্যান্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তাই এন্টিবায়োটিক সচেতনতা খুবই জরুরি বলে জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest