আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৫ম বর্ষপূর্তি উদযাপন ll

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৫ম বর্ষপূর্তি উদযাপন ll

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কোন প্রকার বিনিময় মূল্য না নিয়েই পাঁচ বছরে ৮০ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থা।
এছাড়া ৫ হাজার ৩২০ জন রোগীকে রক্ত সংগ্রহ করে দিয়েছে সংগঠনটি।

সংগঠনের পঞ্চম বর্ষপূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান বক্তারা।
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান সোহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সহিদ মুহিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি মাসুম হেলাল, সাংবাদিক শামসুল কাদির মিছবাহ, শহীদনূর আহমেদ, রেজাউল করিম রেজা, ওবায়দুল হক মিলন, সংগঠনের উপদেষ্টা পঙ্কজ দত্ত।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাজুর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মনোজকান্তি দাস পিংকু, যুগ্ম সম্পাদক আবেদ আলী, এম. জামাল আহমেদ, রুহুল আমিন শাওন, তারেক মাহমুদ, জুবায়ের আহমেদ, এমদাদুল হক, মিনহাজ আহমেদ, আব্দুল্লাহ আল হাসান প্রমুখ। এছাড়াও
কেন্দ্রীয় কমিটি, সুনামগঞ্জ সদর উপজেলা শাখা, জগন্নাথপুর উপজেলা শাখা, সিলেট জেলা, দোয়ারা বাজার উপজেলা শাখা, ছাতক উপজেলা শাখা’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০ বারের অধিক স্বেচ্ছায় রক্তদাতা ১৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করে সংগঠনটি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest