ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণের স্থান সাগর কন্যা কুয়াকাটা l

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণের স্থান সাগর কন্যা  কুয়াকাটা l

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি- ঋতুরাজ ‍বসন্তে আগমনে শীতের শেষে ফাগুনের আগুন ঝড়া সূর্যউদয় এবং সূর্যঅস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে সাগরকন্যা কুয়াকাটায় মহান ভাষা শহীদ দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটিতে সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারনায় মুখরিত। কুয়াকাটার ছোট বড়ো মিলিয়ে প্রায় ১৭০টি আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট ফুল বুকিং হয়ে আছে । আশপাশের বাসাবাড়িতেও উঠছেন পর্যটকরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টাতেও দীর্ঘ লাইন দেখা যায় লেবুখালী ফেরিঘাটে। শত শত পরিবহন বাস ও প্রাইভেট কার অপেক্ষায় আছে কুয়াকাটায় আসার জন্য।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুরো টিম অক্লান্ত পরিশ্রম করছে পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য।
পর্যটন হলিডে হোমস ব্যবস্থাপক সুভাস নন্দি বলেন, টানা তিনদিন আমাদের বুকিং রয়েছে। প্রচুর ট্যুরিস্ট এসেছে।
ইলিশ পার্ক ইকো রিসোর্টের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ওয়াদুদ সজিব বলেন, ‘এক সপ্তাহ আগেই আমাদের সবগুলো কটেজ বুক হয়ে আছে। তারপরও আমরা চেষ্টা করছি গার্ডেনে তাবুতে কিছু অতিথিকে রাখার জন্য’।

গোপালগঞ্জ থেকে কুয়াকাটায় ভ্রমনে আশা পর্যটক অনুরুপ সরকার জানান এর আগেও আমি পবিারের সবাইকে নিয়ে কুয়াকাটায় আসছি এবারের মতো এতো পর্যটক চোখে পরেনি খুবই ভালো লাগতেছে এতো মানুষের সমাগম দেখে আশা করি এবারে ট্যুরটি আরো প্রানোবন্ত হবে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, এই সপ্তাহে কুয়াকাটায় আবাসিক ধারন ক্ষমতার বেশি পর্যটক আসায় অনেকটা হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পর্যটকদের সেবার মান নিশ্চিত করার জন্য।

অত্যাধুনিক হোটেল কুয়াকাটা গ্রান্ড এর জেনারেল ম্যানেজার আরিফ আহম্মেদ জানান আমাদের সবগুলো রুম বুকিং হয়েগেছে ছুটির এ তিন দিনের জন্য যেপরিমান রুম চেয়ে পর্যটকরা ফোন দিচ্ছে ফাকা নাথাকায় দিতে পারছিনা।আশা করি সামনের দিন গুলোতে আরো বেশি পর্যটক আসবে কুয়াকাটায় ।
ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার জন্য আমাদের পুরো টিম কাজ করে যাচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest