ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১
সাব্বির হোসেন সাকিব
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে অসহায় দলীয় কর্মীকে পাঁকা ঘর করে দিলেন বিএনপি নেতা সরোয়ার আলমগীর। গেলো বছরের ২০ নভেম্বর বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের তাজ ফকির বাড়ীর অসহায় বিএনপি কর্মী এনামকে দেখতে গিয়ে তার জরাজীর্ণ বাসভবন করে দেওয়ার উদ্যোগ নেন। পরে প্রবাসী বিএনপি’র সহায়তায় তিনি এনামের জরাজীর্ণ ঘর পাঁকা করে দিলেন।
২৩ই মার্চ বিকালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অসহায় দলীয় কর্মীকে ঘর দেওয়ার যে উদ্যোগ এবং বাস্তবায়ন ফটিকছড়িতে হয়েছে তা একটি বিরল দৃষ্টান্ত৷ এটি দলের জন্য একটি মাইলফলক হিসেবে থাকবে। কাগজে-কলমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব মুছে দেওয়ার সরকারের যে চক্রান্ত। তা কখনো বাস্তবায়ন হবেনা। জিয়াউর রহমান বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে রয়ে যাবে। এটিই তার প্রমাণ।
এতে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো. বেলায়াত হোসেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন শাহীন,নাজিরহাট পৌর বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুনছুর আলম চৌধুরী,সহ সভাপতি আজম খান, উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশারাফুল আনোয়ার মশু, যুবদল নেতা কাউন্সিলর গাজী আমান উল্লাহ, সদস্য মীর আজিজ, উপজেলা যুবদল নেতা হান্নান চৌধুরী, আহমদ রশিদ চৌধুরী,ভূজপুর থানা যুবদল নেতা একরামুল হক একরাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মহিন উদ্দিন মেসি,যুগ্ম অাহবায়ক মাহফুজ নাজিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর চৌ,(মঈন) উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো.মঞ্জু, আরমান, মোজাম্মেল,এমদাদ, ইসমাইল সহ অসংখ্য নেতাকর্মীরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST