দাকোপে মাঠে তরমুজ বিক্রিতে কোন কেজির হিসাব নেই।

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

দাকোপে মাঠে তরমুজ বিক্রিতে কোন কেজির হিসাব নেই।

গোলাম মোস্তফা খান,দাকোপ
দাকোপে ক্ষেতের কোন তরমুজ কেজির হিসাবে বিক্রি হচ্ছে না,বিঘা,সাইজ দেখে
অনুমান করে, দামদর করে বিক্রি হচ্ছে।তাতে বড় বিঘা ১লক্ষ ২০/৩০ আর ছোট বিঘা ৯০ থেকে ১লক্ষ ১০ পর্যন্ত বিক্রি হচ্ছে।সকল এলাকা ঘুরে জরিপে দেখা যায় খরচ বাদে অধিকাংশ চাষীর বিঘা প্রতি গড় লাভ ৮০ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার পর্যন্ত।আবার কেউ কেউ ৫০ শতকের বড় বিঘা ১৮০,০০০০/ থেকে ২০০০০০/ টাকায়ও বিক্রি করেছে কিন্তু বাজারর ছাড়া ক্ষেতে কোন কেজির বা শত বা হাজারের হিসাব নেই।মানুষতো মারামারি খুনোখুনি করে ২৫ বছর চিংড়ি চাষ করেছে মানুষ মরার লবন পানিতে ।


বড় লোক, প্রভাবশালিরা শুধু কোটিপতি হওযার লাইনে ছিল,গরীব শ্রেণী দিনে দিনে পথে বসতে ছিল।আর ঘের বিরোধী নেতারা আন্দোলন করে গরীবের হাতে কেমন ফসল তুলে দিতে পেরেছে বলুন দাকোপবাসি।গরীব শ্রেণী চিংড়ির চেয়েও ২/৩ গুন লাভ পাচ্ছে মাত্র আড়াই মাসে আর এখন হিসাব মিলাচ্ছে দাকোপের মানুষ লবনপানি আর মিষ্টিপানির ফসলের।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest