সুনামগন্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দম্পতি খুন l

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২১

সুনামগন্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দম্পতি খুন l

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এক দম্পতি খুন হওয়ার অভিযোগ ওঠেছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে জামালগন্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম (২৮)।

পুলিশ জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রবিবার রাত পৌনে ৮টার দিকে আলিপুর গ্রামের আলমগীর ও তার চাচাতো ভাই রাসেলের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে রাসেল ধারালো অস্ত্র দিয়ে আলমগীর ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। স্বজনরা গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগন্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest