সুনামগন্জে বজ্রপাতে জেলে নিহত ll

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ১৮, ২০২১

সুনামগন্জে বজ্রপাতে জেলে নিহত ll

শামসুল কাদির মিছবাহ, সুনামগন্জ প্রতিনিধিঃ সুনামগন্জের দোয়ারা বাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক জেলে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাছের পোনা ধরে স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া সময় দোয়ারাবাজার
সদর ইউনিয়নের তেভাঙ্গা গ্রাম সংলগ্ন বিলে এঘটনা ঘটে।


নিহত জেলে তেভাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে। জানা যায়, গ্রাম সংলগ্ন বন্দেহরি বিলে মাছের পোণা ধরে বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলেন আবু তাহের। এসময় বিলের পাড়েই বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের তার বুকসহ শরীরের সামনের অংশ জ্বলসে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আবু তাহের মাছ ধরে সংসার চালাতেন। তার তিনটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি ছিলেন তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহত আবু তাহেরের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহয়তা দেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest