স্কাউটস’র সর্বোচ্চ রৌপ্যব্যাঘ্র পদক পেয়েছেন ধূর্য্যটি কুমার বসু

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

স্কাউটস’র সর্বোচ্চ রৌপ্যব্যাঘ্র পদক পেয়েছেন ধূর্য্যটি কুমার বসু

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ
স্কাউটস সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ (২০২২) সর্বোচ্চ পদক রৌপ্যব্যাঘ্র পেয়েছেন শিক্ষাবিদ ধূর্য্যটি কুমার বসু। সোমবার (২৭ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় মহামান্য রাষ্ট্রপতি ও চীপ স্কাউটস মো. আব্দুল হামিদ এ পদক প্রদান করেন।
উল্লেখ্য, ২০১০ সালে স্কাউটস’র দ্বিতীয় সর্বোচ্চ পদক রৌপ্য ইলিশ লাভ করেন তিনি। ১৯৬৪ সাল থেকে স্কাউটস’র সাথে জড়িত প্রবীণ এই শিক্ষাবিদ শহরের এইচ এমপি হাই স্কুল সুনামগঞ্জের (অব:) প্রধান শিক্ষক। বর্তমানে সুনামগঞ্জ জেলা স্কাউটসের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও জেলা স্কাউটস’র দীর্ঘকালীন সময় সম্পাদক ও কমিশনারের দায়িত্ব পালনসহ সিলেট অন্চলের সহসভাপতির দায়িত্ব দক্ষতা ও নিষ্টার সাথে পালন করেছেন তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest