‘মিস্টার সিরিয়াস’ খ্যাত মুশফিকের অবস্থা কি হবে!

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ৫, ২০২০

‘মিস্টার সিরিয়াস’ খ্যাত মুশফিকের অবস্থা কি হবে!

দেশের ক্রীড়াঙ্গনে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে বেশ সুনাম রয়েছে মুশফিকুর রহিমের। অনুশীলনে সবচেয়ে বেশি সিরিয়াস মুশফিক। জাতীয় দলের প্রাকটিস না থাকলেও যিনি ব্যাট-প্যাড নিয়ে মাঠে চলে আসেন সেই মুশফিক এখন গৃহবন্দি।

তবে করো’না’ভা’ইরাসর কারণে বর্তমানে যে সংকট চলছে, সেটা যদি আরো বেশি দীর্ঘায়িত হয় তাহলে ‘মিস্টার সিরিয়াস’ খ্যাত মুশফিকের অবস্থা কি হবে!

রোববার রাতে মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে তামিম ইকবাল উদ্বেগ প্রকাশ করে তামিম বলেন, এভাবে আর কতদিন চলবে রিয়াদ ভাই? জবাবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ বলেন, আল্লাহই ভালো জানে, পাগল হয়ে যাচ্ছি ,সত্যি কথা!

এরপর তামিম মুশফিকের প্রসঙ্গ টেনে বলেন, যেকোনো কারণে আমার সময়টা ভালো যাচ্ছে। বাচ্চাকাচ্চা আছে, সময়টা কেটে যাচ্ছে। আমি চিন্তা করছি মুশফিকের কথা। ও তো আর কয়েকদিন ব্যাটিং করতে না পারলে মরেই যাবে!


alokito tv

Pin It on Pinterest