গৌরনদীর চর দিয়াশুর ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত l

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

গৌরনদীর চর দিয়াশুর ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত l

মোঃ কাওছার হোসেনঃ
গৌরনদী প্রতিনিধি

গৌরনদীর চরদিয়াশুর মদিনাবাগ মাদ্রাসার উদ্যোগে

শুক্রবার ১দি ব্যপী ১৩তম বার্ষিক ইলমে তাছাউফ ও আজিমুশ্বান মাহফিল অনুষ্ঠিত হয়।

চরদিয়াশুর ক্ষনিকালয় মদিনাবাগ মাদ্রাসা জামে মসজিদ সংলগ্ন অনুষ্ঠিত মাহফিল

আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ(ফারুক) এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন

মাওঃ হাফেজ, ক্বারী, মুফতী ডক্টর আলহাজ্ব মোহ: খলিলুর রহমান ছাহেব।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন বাকেরগঞ্জ দুধল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরহ মাওঃ মুফতী শাহ মো: সাইফুল্লাহ্ ছাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক,

সাবেক সভাপতি রফিকুল ইসলাম সবুজ, বিএম বেলাল, সহ-সভাপতি আবু সাইদ খন্দকার,

দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ-সহঅন্যান্য অতিথি বৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাতে দেশের সান্তি ও সমৃদ্ধি কামনা এবং সঠিক ভাবে দ্বীন ইসলাম প্রচারে সকল মুসলিম উম্মহর প্রতি আহবান রাখেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest