জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ ফেলে রাখায় এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

জনগুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ ফেলে রাখায় এলাকাবাসীর মানববন্ধন
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি-দপদপিয়া সড়কটির নির্মাণ কাজ ফেলে রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সড়কের খোজাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি পথচারীরাও অংশ নেয়। মানববন্ধন চলাকালে সড়কের দুইপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সড়কটির নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। জনদুর্ভোগের শিকার স্থানীয় যুবকরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সহিদ খলিফা,কামাল মৃধা,সোহেল বিশ্বাস, ইসমাইল তালুকদার ,আল আমিন তালুকদার ও সাইফুল রহমান তুর্য্য।
বক্তারা অভিযোগ করেন, বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ নলছিটি—দপদপিয়া সড়কটি প্রসস্তকরণসহ নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্সকে কাজটি দেওয়া হয়। দুই বছর ধরে ঠিকাদার ঝিমিয়ে ঝিমিয়ে কাজটি করছেন। সড়কের মধ্যে থাকা বিদ্যুতের খঁুটি এখনো অপসারণ করা হয়নি। এ অবস্থায় কাজ বন্ধ রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে ধুলাবালিতে সড়কটি একাকার হয়ে আছে। দুই বছর ধরে এ সড়ক দিয়ে যাতায়াতকারী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই সড়কটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করার দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। আগামী এক মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest