ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
কুয়াকাটায় বিএনসিসি খুলনা ফ্লোটিলার উদ্দ্যেগে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৈশ্বিক মহামারি কোভিট ১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনসচেতনতামূলক এ ক্যাম্পিং শেষে ১’শত হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র, লিফলেট ও মাক্স বিতরণ করেছে।এরপর কুয়াকাটায় সচেতনতামূলক র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সৈকত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় বিএনএনসিসি কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ৫১ জন ক্যাডেট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাটেড কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রিডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএনসিসি খুনলা ফ্লোটিলা অধিনায়ক লেঃ দেওয়ান রফিকুল আউয়াল, সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল হাসান মাহমুদ প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST