মাতৃভাষা দিবস উদযাপনে দেশের সকল শাখায় কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

মোঃ কাওছার হোসেনঃ
গৌরনদী প্রতিনিধি ঃ

রাহবারে মিল্লাত, পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (মাননীয় চেয়ারম্যান- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও সভাপতি- বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত ) স্বল্প সময়ের নোটিশে আজ ১১/০২/২০২১ বৃহস্পতিবার বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পীরে তরীকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, ঢাকা মহানগর সভাপতি পীরে তরীকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশেবন্দী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, ইসলামী ছাত্রসেনা’র সাবেক কেন্দ্রীয় সভাপতি এম এম নাঈম উদ্দীন, ইসলামী ছাত্রসেনা’র বর্তমান কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম আরাফাত মোল্লা , বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস চৌধুরী, এম.এম বোরহান উদ্দীন প্রমুখ।

এতে রাহবার এ মিল্লাত মাননীয় চেয়ারম্যান মহোদয় উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে টেলিকনফারেন্স করেন। এতে তিনি আসন্ন জাতীয় দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের কবর জিয়ারত, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল সহ মাতৃভাষা দিবস এর আলোচনা সভা আয়োজন করতে সারাদেশের সকল শাখার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest