দুমকিতে এক মাদক ব্যবসায়ী আটক ll

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

দুমকিতে এক মাদক ব্যবসায়ী আটক ll

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / পটুয়াখালীর দুমকিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুমকি থানা পুলিশ।গত ২০.০৩.২১ ইং শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯.৪৫ মিনিটে দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এসআই কামরুল, এসআই সঞ্জীব সরকার মাদক ব্যবসায়ী মোঃ লিটন হোসেন (৩০) কে আটক করে। এসআই সঞ্জীব সরকার বলেন, আটক কৃত লিটন হোসেন কে জিজ্ঞাসাবাদে বাড়ীর টয়লেট সংলগ্ন জায়গায় মটির গর্তের ভিতরে প্লাস্টিক পুরাতন রঙ্গের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থা ৬১০ গ্রাম গাঁজা ও তাহার বসতঘর সংলগ্ন পূর্ব পাশ্বের নিজের মুদি দোকানে বায়ুরোধক প্যাকেট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত লিটন মুদি-মনোহারী দোকানের অন্তরালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। তার অপর ২সহযোগী পালাতক আছে।


তাদেরও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।মো: লিটন হোসেন (৩০), পিতা: হানিফ প্যাদা এর বাড়ী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে প্যাদা বাড়ী। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, নিয়মিত মামলায় ধৃত আসামীকে আজ রবিবার কোর্টে সোপর্দ্দ করা হবে। অপর আসামীদের গ্রেফতারাভিযান অব্যাহত আছে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest