দায় স্বীকার করে হাতজোড় করে ক্ষমা চাইলেন বাবুই পাখি হত্যাকারী সেই বৃদ্ধ জালাল সিকদার!

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

দায় স্বীকার করে হাতজোড় করে ক্ষমা চাইলেন বাবুই পাখি হত্যাকারী সেই বৃদ্ধ জালাল সিকদার!

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: দায় স্বীকার করে হাতজোড় করে ক্ষমা চাইলেন বাবুই পাখি হত্যাকারী সেই বৃদ্ধ জালাল সিকদার!
নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামের দিনমজুর জালাল সিকদার(৬০) বাবুই পাখির ছানা মেরে ফেলার দায় স্বীকার করে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। তিনি বলেন পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করবো না বলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বাবুই পাখির ছানা মেরে ফেলার খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার অভিযুক্ত জালাল সিকদারকে শনিবার রাতে তার কার্যালয়ে ডেকে আনেন। বৃদ্ধ জালাল সিকদার আইন জানেন না এবং বিষয়টি অপরাধ হয়েছে বলে স্বীকার করেন এবং আর কখনোই এমনটি করবে না বলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আলী আহমেদসহ ভৈরবপাশা ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য গত শুক্রবার সকালে নলছিটির ভৈরবপাশা সিদ্দিক মার্কেটে তাল গাছে বাবুই পাখির বাসায় বাঁশ দিয়ে আগুন ধরিয়ে অর্ধশতাধিক বাচ্চা পুড়িয়ে হত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হয়। এবং এ নিউজটি ভাইরাল হয়ে যায়। ফলে বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচরীভূত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest