দুমকিতে ডায়েরিয়া প্রকোপ এলাকা জরিপ ও পানি বিশুদ্ধিকরন ট্যাবলেট বিতরণ l

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

দুমকিতে ডায়েরিয়া প্রকোপ এলাকা জরিপ ও পানি বিশুদ্ধিকরন ট্যাবলেট বিতরণ l

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃদুমকী উপজেলায় ডায়রিয়া সংক্রমনের কারন ও এলাকা চিহ্নিতকরণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরিপ কাজ শুরু করা হয়। অতঃপর আঙ্গারিয়া ইউনিয়নের নদী-খাল তীরবর্তি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, ইউএইচএফপিও মীর শহিদুল ইসলাম শাহিন , স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ হাওলাদার , পবিপ্রবি এর সহযোগী অধ্যাপক জনাব লিটন চন্দ্র সেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুমকীর উপ-সহকারী প্রকৌশলী মোসাঃ নীপা বেগম।


তারা খোঁজ খবর নেন ও ডায়রিয়া প্রতিরোধে পরামর্শ দেন, তারা বলেন দিনে তিনবার বা তার চেয়ে বেশি স্বাভাবিকের চেয়ে পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণজাতীয় পদার্থ বের হয়ে যায়। শরীরে পানিস্বল্পতা ও লবণের ঘাটতি দেখা দেয়। সময়মতো পানিস্বল্পতা ও লবণের ঘাটতি পূরণ না করলে রোগীর মৃত্যুও হতে পারে। সাধারণত অন্ত্রে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে যে পানি স্বল্পতা ও লবণের ঘাটতি দেখা দেয়, তা পূরণ করাই মূল চিকিৎসা।


খাওয়ার স্যালাইনে পানিস্বল্পতা দূর করা যায়। মারাত্মক পানিস্বল্পতার লক্ষণ দেখা গেলে রোগীকে শিরায় উপযুক্ত স্যালাইন দিয়ে চিকিৎসা করতে হয়। এ জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করাই উত্তম। বাসি-পচা খাবার, মাছি বসা খাবার এবং বাইরের খোলা খাবার, শরবত বা ফলের রস খাওয়া থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest