নলছিটির সিদ্ধকাঠীতে ৩০০ পরিবারের মাঝে খলিল জোমাদ্দারের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ১১, ২০২১

নলছিটির সিদ্ধকাঠীতে ৩০০ পরিবারের মাঝে খলিল জোমাদ্দারের ঈদ উপহার বিতরণ

নিজেস্ব প্রতিবেদক : উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের মালোয়ার গ্রামের মেম্বার পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান জোমাদ্দার করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ টি পরিবারের মাঝে পবিত্র ঈদ ঊল আযহা উপলক্ষ্যে ঈদ উপহার হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

দেশের এই ক্রান্তিকালে অনেক পরিবার আজ কর্মহীন হয়ে অসহায় হয়ে দিনযাপন করছেন। অদ্য ১১মে মঙ্গলবার সকাল থেকে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতেই ঈদ উপহার পৌঁছে দেন তিনি।
এর আগেও তিনি তার নিজ গ্রামের মানুষদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড সহ সামাজিক ভাবে অনেক কাজ করেছেন।

ঈদ উপহার পাওয়া পরিবার গুলো জানান, এবারের ঈদ টা একটু অন্যরকম। অনেক মানুষ আজ ভাল নেই। এই ঈদ উপহার পেয়ে অনেকটা উপকৃত হয়েছেন বলে জানান তারা। আইরিন বেগম নামের এক গৃহীনি জানান, অনেক টেনশনে ছিলাম, হাতে টাকা নাই, যে বাজার থেকে পোলার চাল কিনমু, আপনার উপহার পেয়ে এখন পোলা মাইয়ারে কয়ডা পোলাউ রান্না কইরা ঈদের দিন খাওয়াতে পারমু ।

ঈদ উপহারের মধ্যে ছিলো তেল, পোলার চাল, চিনি, দুধ, সেমাই ইত্যাদি।
এসময়ে উপস্থিত ছিলেন, মালোয়ার গ্রামের মোঃ আলম, আনোয়ার হোসেন, হাবিব খন্দকার সহ গ্রামের অনেক গণ্যমান্য ব্যাক্তিরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest