ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২১
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের উদ্যোগে সদর রোডে এই মানববন্ধন করা হয়।
উক্ত আয়োজনে বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, বরিশাল অনলাইন প্রেসক্লাব, বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন, এয়ারপোর্ট থানা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে পৃথক ভাবে অংশগ্রহন করে।
বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন বলেন, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করে নির্যাতিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা তার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবী করা হয়। এছাড়া অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্ত করার জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি।
তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য নেই কোথাও। বিভক্তির কারনে আমাদের মাশুল দিতে হচ্ছে। সকলকে এক ব্যানারে আসতে হবে।
বরিশাল প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন নেগাবান মন্টু।
বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ প্রমূখ।
এ দিকে সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে একই স্থানে দুপুর ১২টায় মানববন্ধন করে বাম গনতান্ত্রিক জোট।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST