পটুয়াখালীতে ২য় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন ১ম স্ত্রী।

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

পটুয়াখালীতে ২য় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন ১ম স্ত্রী।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃপটুয়াখালীতে ২য় বিয়ে করায় স্বামী মোঃ কবির তালুকদারের পুরুষাঙ্গ কাটলেন ১ম স্ত্রী মোসাঃ হাসি বেগম। মঙ্গলবার রাতে সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়নের হকতুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত কবির হকতুল্লাহ এলাকার মোছলেম তালুকদারের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের ফোরম্যান হিসাবে কর্মরত।

এ ঘটনায় আহত কবিরের ভাই মাসুদ জানায়, কবিরের প্রথম স্ত্রী হাসি বেগমের ঘরে ১৩ বছর ও ১ বছর বয়সের দুটি ছেলে সন্তান আছে। এই অবস্থায় গত প্রায় বছর খানেক আগে প্রথম স্ত্রীর অমতে গোপনে আরও একটি বিয়ে করে কবির। সম্প্রতি এ ঘটনা জেনে যায় প্রথম স্ত্রী হাসি বেগম। সেই থেকেই দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া চলতো।

মাসুদ আরও জানান, দ্বিতীয় স্ত্রী কবিতা আক্তার গর্ভবতী-এমন কথা দুইদিন আগে প্রথম স্ত্রী জানতে পারে। মঙ্গলবার বিকালে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে প্রথম স্ত্রীর বাসায় আসেন কবির তালুকদার। রাতে খাবার খেয়ে দুইজনে ঘুমাতে যান। এক পর্যায়ে রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার দিকে কবির ঘুমিয়ে পড়ে। এরপর রাত দুটার দিকে তোয়ালে পেঁচিয়ে পাশের বাড়িতে রক্তাক্ত অবস্থায় হাজির হয় কবির।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোরশেদ, কবির তালুকদার কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন, এতে প্রথম স্ত্রী হাসি বেগম কবিরের পুরুষাঙ্গ কেটে দেয়। বর্তমানে কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। রাতেই স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest