ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
লকডাউনের ৬ষ্ঠ দিনে বরিশাল নগরীর প্রবেশপথগুলোতে কড়াকড়ি থাকলেও প্রধান প্রধান সড়কগুলোতে মানুষজনের চলাচল অত্যাধিক পরিমাণে বেড়েছে।
রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যান চলাচলও আগের চেয়ে বেড়েছে। ব্যাংক খোলা থাকায় প্রতিটি শাখায় ভীড় দেখা গেছে। অপরদিকে স্বাস্থ্যবিধি এবং লকডাউন বাস্তবায়নে আজও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। ৬ষ্ঠ দিন আগের ৫ দিনের চেয়ে রাস্তাঘাটে লোক সমাগম বেড়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং খাদ্য সংস্থানের জন্য রাস্তায় চলাচল করছে অনেকে। তবে কিছু মানুষ রাস্তায় নেমেছেন একেবারেই অযথা। নগরীর বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। তবে অপ্রয়োজনে কিছু দোকান খোলা রেখে ভীড় বাড়ানো হচ্ছে।
নগরীর ৪টি প্রবেশদ্বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি চেকপোস্ট স্থাপন করে নগরীতে অপ্রয়োজনীয় প্রবেশ নিয়ন্ত্রণ করছে পুলিশ। এছাড়া নগরীতে পুলিশের টহল জোড়দার করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবও নগরীতে লকডাউন বাস্তাবায়নে টহল জোড়দার করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST