পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০বছর পূর্তি।

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০বছর পূর্তি।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০বছর পূর্তি হয়েছে।যা আজ২১ বছরে পদার্পণ করল।২০০০ সালের ৮জুলাই তৎকালীনও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই দক্ষিণ বঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পবিপ্রবি ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ বিশ্ববিদ্যালয়টি আধুনিক বিজ্ঞানও প্রযুক্তির ক্ষেত্রে দেশ-বিদেশে বিশেষ পরিচিতি লাভ করেছে।প্রাথমিকভাবে কৃষি,সিএসইও বিবিএ৩টি অনুষদ নিয়ে পবিপ্রবি’র যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় বর্তমানেএ বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদ,সিএসই অনুষদ,বিএএম অনুষদ, মাৎস্য বিজ্ঞান অনুষদ,এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনাররি মেডিসিন অনুষদ,দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ এবং ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদসহ ৮টি অনুষদের অধীনে৯টি ডিগ্রী প্রদান করা হচ্ছে।৮৯.৯৭ একর আয়তনের ওপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে স্নাতক পর্যায়ে২৮৩১জন,স্নাতকোত্তর পর্যায়ে৫৬৭ জন এবং পিএইচডি পর্যায়ে২৩জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য২৫৪জন শিক্ষক এবং১৭০জন কর্মকর্তা ও৫২৪জন কর্মচারী রয়েছেন। শিক্ষার্থীদের আবাসন সুবিধা প্রদানের জন্য৫টি ছাত্র এবং৩টি ছাত্রী হল রয়েছে।
ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অত্র এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নানাবিধ গবেষণা মূলক কার্যক্রমও প্রশিক্ষণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম শিক্ষারএ বিদ্যাপীটে।এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম (ব্লু ইকোনমি) জোরদারকল্পে পটুয়াখালীর কুয়াকাটায় মেরিন সায়েন্স এন্ড রিসার্স ইনষ্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest