নলছিটিতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে জরিমানা l

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

নলছিটিতে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে জরিমানা l

নলছিটি প্রতিনিধি ঃ
নলছিটিতে কঠোর লকডাউন চলাকালে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৮ জুলাই বৃহস্পতিবার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা রুম্পা সিকদার। অভিযানের সময় বিনা কারনে রাস্তায় ঘোরাঘুরি, মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া ৩৪ জনকে জরিমানা করেন। এবং যারা বের হওয়ার সন্তোষজনক কারন দেখিয়েছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, নলছিটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। তাই আমাদের সবাইকে সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না। লকডাউন চলাকালে কারও বাসায় খাবার না থাকলে প্রশাসন’র সাথে যোগাযোগ করলে খাবার বাসায় পৌঁছে দেয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest