ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
করোনা মহামারী দুর্যোগে ১১ জুলাই রবিবার পুনাক, বিএমপি’র আয়োজনে, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড বরিশালে, বেলা ১২ঘটিকায় ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুনাক সভানেত্রী জনাব আফরোজা পারভীন(সহধর্মিনী বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) মহোদয়।
এ-সময় তিনি বলেন, “যে-কোন দুর্দিনে ‘পুনাক ‘ সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে, সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাই “।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, পুনাক বিএমপি সহ সভানেত্রী জনাব স্বাতীরেমা (সহধর্মিনী বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম), পুনাক বিএমপি সাংস্কৃতিক সম্পাদিকা জনাব মোছাম্মাত শারমিন আক্তার (সহধর্মিনী উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি জনাব মনজুর রহমান পিপিএম-বার), পুনাক বিএমপি উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা জনাব সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খান মুহাম্মদ আবু নাসের),
জনাব তাহামিনা এনি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব মোঃ রেজাউল করিম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST