নলছিটিতে ইটভাটার মালিককে ৮০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

নলছিটিতে ইটভাটার মালিককে ৮০হাজার টাকা জরিমানা

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার সরই গ্রামে সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাঁজা ধ্বংস করে দিয়েছে প্রশাসন। এ সময় পাঁজার মালিক আবদুল কাদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, সুগন্ধা নদীর তীরে পরিবেশ নষ্ট করে অবৈধভাবে একটি ইটের পাঁজা গড়ে তোলেন আবদুল কাদের। গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁজায় অভিযান চালানো হয়। নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট পানি দিয়ে পাঁজাটি নষ্ট করে দেয়। পাঁজার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest