পুলিশে চাকুরি দেয়ার নামে ১২লাখ টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক হালিম মোল্লা গ্রেফতার l

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

পুলিশে চাকুরি দেয়ার নামে ১২লাখ টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক হালিম মোল্লা গ্রেফতার l

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুলকিতে পুলিশের এ সঅাই পদে চাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২লাখ টাকা হাতিয়ে নেয়া সেই প্রতারক হালিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দুমকি থানা পুলিশ উপজেলার দুমকি একে সঃপ্রাঃ বিঃ সংলগ্ন তার শশুরালয় থেকে তাকে অাটক করে থানায় নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত প্রতারক হালিম মোল্লা থানা হাজতে রয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, ২০১৫ সালে পুলিশের এসঅাই পদে চাকুরি দেয়ার নাম করে প্রতারক হালিম মোল্লা জলিশা গ্রামের মৃত সৈয়দ অানোয়ার হোসেনের ছেলে সৈয়দ অাতিকুর রহমানের কাছ থেকে ৩০০/- টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি দিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেয়। এদিকে নির্দিষ্ট সময়ে চাকুরি না হওয়ায় ওই প্রতারককে প্রধান অাসামী করে শশুর পক্ষের কয়েক সহষোগীর বিরুদ্ধে পটুয়াখালীর জুডিশিয়াল মেজিষ্ট্রেট অাদালতে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলায় সহষোগী অাসামীরা মুচলেকায় জামিন পেলেও প্রধান অাসামী পালাতক ছিল।
দুমকি থানার এসঅাই সিদ্দিক অাসামী হালিম মোল্লাকে গ্রফতারের সত্যতা স্বীকার করে জানান, ধৃত অাসামীকে কোর্টে সোপর্দ্দ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest