দুমকিতে বাসের চাকায় পিষ্ট তরুণ l

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

দুমকিতে বাসের চাকায় পিষ্ট তরুণ l

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি /পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে যাত্রীবাহী পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে রিয়াদ (১৭) নামের এক তরুণের মৃত্যু ঘটেছে। শুক্রবার পৌনে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লেবুখালী ফেরিঘাটে পারাপারের অপেক্ষমাণ ভ্রমণ বাসের যাত্রী রিয়াদ (১৭) সহ কয়েকজন পর্যটক গাড়ির পার্শ্বে দাঁড়িয়ে ফেরির অপেক্ষা করছিল। পেছন থেকে অপর একটি যাত্রীবাহী পরিবহন বাস রংসাইড ব্যবহার করে দ্রুত বেগে ফেরিতে ওঠার সময় রিয়াদকে চাপা দেয়।
ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এদিকে দুর্ঘটনার খবর জানাজানির আগেই ঘাতক বাসটি ফেরি পার হয়ে চলে যায়। পরে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত রিয়াদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ঝিকরহাটি এলাকায়। তার পিতার নাম আবুল হোসেন মোল্লা বলে জানা যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, পরিবারের আবেদন ও জেলা প্রশাসকের অনুমতির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest