বাউফলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

বাউফলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সৈয়দ আতিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি/ পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হারুন অর রশিদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংসদ আসম ফিরোজ গ্রুপের কয়েকজন নেতাকর্মীর সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে বাকবিতান্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।


এসময় এমপি গ্রুপের পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক মেয়র গ্রুপের উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলীর একটি তোরা ভেঙ্গে ফেলে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুন্ডপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে শহরে একটি মিছিল বের হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান দাবি করেন, প্রতিবাদ মিছিলটি উপজেলা পরিষদের সামনের ফটক প্রদক্ষিন করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাবলিক মাঠস্থ রিক্সা স্ট্যান্ডেরা কাছে পৌঁছালে এমপি গ্রুপের লোকজন মিছিলের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগ নেতা আরিফ, ইউসুফ, সিদ্দিক উল্লাহ সহ ১০ জন আহত হয়।

.


এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। আতংকে ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ রেখেছেন।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্মানে পরিস্থিতি শান্ত রয়েছে


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest