পায়রা সেতু থেকে নীচে পড়ে নির্মাণ শ্রমিক নিহত l

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

পায়রা সেতু থেকে নীচে পড়ে নির্মাণ শ্রমিক নিহত l

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি/পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর ওপর থেকে নীচে পড়ে মোস্তাফিজুর রহমান (৩০) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন পায়রা সেতুর লেবুখালী ফেরীঘাট প্রান্তের অন্তত: ১শ’২০ফুট উচ্চতায় কাজ করার সময় আকস্মিক পা ফসকে নির্মাণ শ্রমিক মোস্তাফিজ (৩০) নীচে পাকা রাস্তার ওপর পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করেন। নিহত নির্মাণ শ্রমিক মোস্তাফিজের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কানকি বাজার এলাকায় বলে জানাযায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest