বরিশালে টপটেন শোরুমে হামলা ও লুটপাট, আটক ০৫

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২১

বরিশালে টপটেন শোরুমে হামলা ও লুটপাট, আটক ০৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিবিরপুর পাড়ে অবস্থিত টপটেন শোরুমে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের নাম ভাঙিয়ে প্রকাশ্যে লুটপাট ও হামলার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টার দিকে টপ টেন শোরুমের কর্মচারীরা বেচাকেনায় ব্যস্ত সময় পাড় করছিলেন। হঠাত করে ৫০- ৬০ জনের একটি বাহিনী শোরুমে ঢুকে যে জার মত জামা কাপর নিয়ে ব্যাগ ভরতে থাকে এ সময় শোরুমের কর্মচারীরা তাদের জিজ্ঞেস করলে তারা বলে আমরা যা কিছু নেব সব কিছুর দাম মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন দিবে। পরে তারা শোরুমের মধ্যে হট্রগোল শুরু করে জামা-কাপড়, জুতা, ঘড়িসহ যে যার মতো করে হাতে নিয়ে যেতে চাইলে এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে শোরুমের একাধিক কর্মচারী হামলার শিকার হন, হামলায় শোরুমের বেশ কয়েক জন আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে সজিব, রোহান, শুভ, রাকিব, শাহাদাত নামের ৫ জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
হামলার বিষয়ে শোরুমের কর্মচারীরা বলেন আমাদের অনেকে আহত হয়েছে ও হামলাকারিরা কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest