নলছিটিতে ধর্ষন মামলার আসামী আটক

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

নলছিটিতে ধর্ষন মামলার আসামী আটক

নলছিটি প্রতিনিধিঃ নলছিটিতে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. ইমাম হোসেন(১৭) নামের যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ। আটককৃত মো. ইমাম হোসেন উপজেলার আজিমপুর গ্রাম নিবাসী মো. শাহজাহান খানের একমাত্র ছেলে। নলছিটি থানায় ধর্ষিতার মায়ের দায়ের করা মামলা সূত্রে জানা যায়,গত ১০ ফেব্রুয়ারী তার মেয়ের ঘরে ঢুকে রাত আনুমানিক ১১টা ৩০মিনিটের দিকে তার মেয়েকে জোর করে ধর্ষন করে ইমাম হোসেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করেন। পরের দিন ভিকটিমের খালা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমকে নলছিটি সেবা ক্লিনিকে পরিচয় গোপন করে চিকিৎসা করান। ভিকটিম গোপনে মোবাইল ফোনে ওমান প্রবাসী তার মাকে বিষয়টি জানালে তিনি দেশে চলে আসেন এবং গত ১৪মার্চ নলছিটি থানায় উপস্থিত হয়ে দুজনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। এ ব্যাপারে নলছিটি থানার এএসআই মফিজুর রহমান পাভেল জানান ধর্ষনের অভিযোগে মো. ইমাম হোসেনকে গতকাল রাতে নলছিটি থানার ষ্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ধর্ষনে সহযোগীতার অভিযোগে মামলার অন্য আসামী পলাতক রয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest