নলছিটি মাস্কবিহীন পথচারীদের জরিমানা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

নলছিটি মাস্কবিহীন পথচারীদের জরিমানা
নলছিটি প্রতিনিধিঃ নলছিটিতে মাস্ক না পরায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চলছে। এর পরেও যারা স্বাস্থ্যবিধি মেনে না চলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে তিনজনকে তিনশত টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest