গৌরনদীতে করোনায় নতুন করে এক জনের মৃত্যু   ও দুই যুবক আক্রান্ত l

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১

গৌরনদীতে করোনায় নতুন করে এক জনের মৃত্যু   ও দুই যুবক আক্রান্ত l

মোঃকাওছার হোসেন
গৌরনদী প্রতিনিধি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউএ নতুন করে বরিশালের গৌরনদীতে এক বৃদ্ধার মৃত্যু বরন করেছে ও দুই যুবক আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা ৫ জন ও মৃত্যুর সংখ্যা ১জনে দাড়ালো। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ সায়েদ আমরুল্লাহ জানান, উপজেলার মাহিলাড়া গ্রামের সত্তরোর্ধ্ব সিদ্দিকুর রহমান কবিরাজ করোনার উপসর্গ নিয়ে গত ৩ এপ্রিল নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।

মৃত্যুর তিনদিন পর নমুনা পরীক্ষায় বুধবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ ছাড়া পৌর সভার দক্ষিণ বিজয়পুর মহল্লায় ও বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের দুই যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest