উজিরপুরে হারতা পুলিশ ক্যাম্প ক্লোজ, চরম দূর্চিন্তায় সাধারণ জনগন,বহাল রাখার দাবিতে বিক্ষোভ।

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

উজিরপুরে হারতা পুলিশ ক্যাম্প ক্লোজ, চরম দূর্চিন্তায় সাধারণ জনগন,বহাল রাখার দাবিতে বিক্ষোভ।

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধি :
একদিকে মহামারী করোনাভাইরাস, দেশব্যাপী লকডাউন,অন্যদিকে মাহেরমজান।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে স্বাধীনতার পূর্বে স্থাপিত পুলিশ ক্যাম্প আজকে ১৭/০৪/২১ ইং রোজ শনিবার ক্লোজ করায় হারতা ইউনিয়নের সর্বসাধারনের মাঝে চরম দূর্চিন্তা ও ক্ষোভের সৃষ্টি হয়ে, অপসরণের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় হাজার হাজার জনসাধারণ রাস্তায় নেমে এসে ও রাস্তা অবরোধ করতে লক্ষ করা যায়। হঠাৎ করে উজিরপুর উপজেলার হারতার অতি পূরাতন পুলিশ ক্যাম্পের পুলিশ’সহ মালামাল সরিয়ে নিতে দেখা গেলে, ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ জাহাঙ্গীর হোসেন এর কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি জানান বরিশাল রেঞ্জ ডি.আই.জি মহোদয়ের নির্দেশে পুলিশ ক্যাম্প ত্যাগ করে সকলে পুলিশ লাইনে চলে যাচ্ছেন। এ মন সংবাদে স্থানীয় জনসাধারণ তাৎক্ষণিক ভাবে হাজার,হাজার লোকজন পুলিশ ক্যাম্পের সামনে রাস্তা অবরোধ ও মিছিল করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, হারতা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবু অমল মল্লিক, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ হরেন রায়,যুবলীগ সভাপতি পরিমল সাহা, ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, ইউপি সদস্য কৃষ্ণ বাড়ই, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার,ইউপি সদস্য মোঃ মাসুম মোল্লা,ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন তালুকদার,সাবেক ছাত্রলীগ সভাপতি মিন্টুলাল মজুমদার বিশিষ্ট ব্যাবসায়ী মহল সহ স্থানীয় সাধারন ব্যাক্তিবর্গ ও জনগন।

এ সংবাদে তাৎক্ষণিক ঘটনা স্থলে ছুটে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (উজিরপুর – বানারীপাড়া সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমাতুল্লাহ্ এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান। হারতা দায়িত্বরত এসআই মাহতাব হোসেন এ এস আই উজ্জলকুমার পাল ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ান্ত্রনে আনেন। পরে তারা উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়, আপনাদের হতাস হওয়ার কোন কারণ নেই, এটা সাময়িক একটা সিদ্ধান্ত, কিছু দিনের মধ্যে আবার পুলিশ ক্যাম্পটি বহাল রাখা হবে। এছাড়া আরো বলা হয়, এই হারতার স্থানীয় সাধারন জনগনের সহযোগিতায় ও আন্তরিকতায় পুলিশের জন্য প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করে পুলিশ ক্যাম্পের ভবন তৈরি করে আমাদের পুলিশের মাঝে দৃষ্টান্ত রেখেছেন। তাই আপনাদের ভয়ের কারণ নেই থানা পুলিশ সর্বত্র আপনাদের পাশে আছে। এ ছাড়া আপনাদের একটি সুখবর যে আপনাদের হারতায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ তদন্ত কেন্দ্র করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ক্যাম্পটি বহাল রাখার দাবিতে স্থানীয় সাধারন জনগনের পক্ষ থেকে সাবেক চেয়ারম্যান ও হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু শুণিল কুমার বিশ্বাস তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা দের প্রতি সবিনয় অনুরোধ জানাই যে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বন্দরে স্বাধীনতার পূর্ব থেকেই স্থাপিত হারতা কচানদীর উওরপাড় ও দক্ষিণ পাড় দীর্ঘ দিনের একটি পূরাতন বন্দর এবং হাট ও বাজার এখানে প্রায় ৭টি ব্যাংক ১টি মাছ বাজার,কাঁচা বাজার। যাহা মাছ বাজারে প্রতিনিয়ত কোটি,কোটি টাকার মাছ ক্রয় ও বিক্রয় করা হয়।এই মাছ বাজারে দুই বছর পূর্বে মাছ বাজার চালাকালিন সময় আনুমানিক বিকেল ৩টার দিকে একটি দুধর্ষ ডাকাতি হয়। এবং তারা একজন মাছ ব্যাবসায়িকে মেরে বাজারে আতাঙ্ক সৃষ্টি করে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে যায়।বর্তমানে পুলিশ ক্যাম্পটি হঠাৎ করে অপসারন করাতে আপামরসাধারণ জনগনের মাঝে একটি আতাঙ্ক বিরাজ করছে। এজন্য বন্দরের সমস্ত দোকানী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ একাত্রিত হয়ে পুলিশ ক্যাম্পের সামনে হাজার,হাজার জনগন অনশন ধর্মঘটের সৃষ্টি করছে। তাৎক্ষণিক উজিরপুর উপজেলা মডেল থানা ইনচার্জ মোঃ জিয়াউল আহসান বলেন জনগনের জনমান রক্ষার্থে যতদিন পর্যন্ত পুলিশ ক্যাম্প না আসে ততদিন পর্যন্ত বন্দরের নিরাপত্তা রক্ষার্থে ৫-৬ জন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। মহামারী করোনাভাইরাস পোদূর্লব থেকে নিজেকে রক্ষা,নিজ পরিবারকে সূরক্ষা রাখার জন্য মাননীয় সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রাহন করা হয়েছে তা মেনে চলাচলের দিক নির্দেশনা প্রধানা করেন ও
পুলিশের পাশে থেকে জনগনের কাছে সহযোগীতা কামনা করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest