ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১
সৈয়দ আতিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক লাখ লিটার স্যালাইন উপহার দেন অধ্যাপক অবঃ মেজর ডা. ওহাব মিনার, এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সুযোগ্য জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন, সহকারী কমিশনার ভুমি আল-ইমরানসহ আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার মো: কামাল হোসেন, প্রেস ক্লাব দুমকির অন্যান্য সাংবাদিক বৃন্দ ডা. ওহাব মিনার রোগীদের সাথে দেখা করে খোঁজ খবর নেন ও ডায়রিয়া প্রতিরোধে পরামর্শ দেন, তিনি বলেন দিনে তিনবার বা তার চেয়ে বেশি স্বাভাবিকের চেয়ে পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST