ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ২১, ২০২১
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে জেলার আগৈলঝাড়ায় পেশাজীবী সাংবাদিকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরে আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও আগৈলঝাড়া উপজেলা প্রেসকাব ও আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র পেশাজীবী সাংবাদিকদের আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন গৌরনদী উপজেলা প্রেসকাব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, উজিরপুর প্রেসক্লাব, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব, কালকিনি উপজেলা প্রেসক্লাব, ডাসার উপজেলা প্রেসক্লাব। অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন. প্রধান অতিথী হিসেবে গৌরনদী প্রেসক্লাব সাবেক সভাপতি ও প্রথম আলো প্রত্রিকার গৌরনদী প্রতিনিধি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম. কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জেমস্ বাড়ৈ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম। আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাইফুল মৃধা, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোল্লা আসাদুজ্জামান সবুজ.আগৈলঝড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, প্রমুখ। এছাড়াও তিন টি সংগঠনের সকল পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুস্থ সাংবাদিকতা পূনরুদ্ধার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, গলা টিপে ধরে সাংবাদিক সমাজের কণ্ঠরোধ করা যাবে না। সরকার মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে। এসরকার দুর্নীতিবাজদের পক্ষে নয়। দুর্নীতিবাজ অতিরিক্ত সচিবকে অবিলম্বে গ্রেপ্তার, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সাংবাদিক সমাজকে স্বাধীন ভাবে নিউজ সংগ্রহও প্রকাশ করার অধিকার ফিরিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST