গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহত পরিবারকে ইউএনওর সহায়তা প্রদান ll

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২১

গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহত পরিবারকে ইউএনওর সহায়তা প্রদান ll

মোঃকাওছার হোসেন।।
গৌরনদী প্রতিনিধি।।

গৌরনদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকদের বোমা হামলায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন গৌরনদী উপজেলা ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা গেছে, বিপিন চন্দ্র বিশ্বাস নির্বাচনী সহিংসতায় নিহত কমলাপুর গ্রামের ফকিরের বাড়িতে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি নিহতের স্ত্রীর নামে বিধবা ভাতা এবং সরকারি ঘর দেয়ার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালায় আরজ আলী সরদারের সমর্থকরা। এতে ঘটনাস্থলেই আবু বকর নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও অদ্যবর্ধি কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest