দুমকিতে আল্ফা-অটোরিক্সা সংঘর্ষে যাত্রীর হাত বিচ্ছিন্ন।

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

দুমকিতে আল্ফা-অটোরিক্সা সংঘর্ষে যাত্রীর হাত বিচ্ছিন্ন।

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মাহিন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে ইমরান (১৮) নামে এক যাত্রীর হাত বিচ্ছিন্ন হয়ে ছিটকে রাস্তায় পড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুরাদিয়ার বোর্ড-অফিস বাজারের পূর্বদিকে ঝন্টু’র বাড়ির সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ঘাতক আলফাটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। আহত ইমরানকে প্রথমে দুমকি হাসপাতালে ও পরে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা খরচে তাৎক্ষনিক ব্যর্থ হওয়ায় অবশেষে তাকে ঢাকা নেয়া হয়েছে। হাত জোড়া লাগানো সম্ভব হয়নি তবে টাকার অভাবে তার জীবন রক্ষাই কঠিন হয়ে দাড়িঁয়েছে।প্রত্যক্ষদর্শী যাত্রীসূত্রে জানা যায়, যাত্রী নিয়ে অটোরিক্সাটি লেবুখালী থেকে চরগরবদী ফেরিঘাটে আসছিল। ইমরান অটোরিক্সার যাত্রী হয়ে বাড়ী ফিরছিল। বিপরীত দিক ফেরিঘাট থেকে আসা একটি আল্ফা অটোরিক্সাকে প্রায় পিষে দিয়ে দ্রত বেগে চলে যায়। এতে যাত্রী ইমরানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছিটকে পড়ে। ঘাতক ড্রাইভার বিচ্ছিন্ন হাতখানা কুঁরিয়ে নিজের আল্ফায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে আল্ফা এবং বিচ্ছিন্ন হওয়া হাতটি আল্ফা থেকে উদ্ধার করে।জানা যায়, বাউফল উপজেলার সূর্যমূখি ইউনিয়নের রামনগর গ্রামের অস্বচ্ছল পরিবারের একমাত্র ছেলে ইমরান ঢাকায় শ্রমিকের কাজ করে। সড়কপথে বৃহস্পতিবার সে বাড়ি ফিরছিল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest