বরিশালে করোনা ভাইরাসে কর্মহীন ৩৫০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন l

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

বরিশালে করোনা ভাইরাসে কর্মহীন ৩৫০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন l

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

দেশে সপ্তাহব্যাপী করোনার প্রকপে লকডাউন চলছে তারই ধারাবাহিকতায় আজ ৭ই জুলাই বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব বরিশালের প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৫০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পর্যায় ক্রমে আরো অনেক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি হিজড়া, মান্তা সম্প্রদায়সহ ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest