ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় সরকারি জমিতে অবৈধ দোকান ঘর উত্তোলন করে মাদক, দেহ ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপে বাঁধা দেয়ায় রফিকুল ইসলাম নামের এক মুদী ও কনফেকশনারি দোকানে ভাংচুর, লুটপাটের বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
আজ ১০ জুলাই সকাল ১০ ঘটিকায় নলছিটি সাংবাদিক ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দোকান মালিক রফিকুল ইসলাম বলেন, গত ৯ জুলাই রাত ৮.৩০ ঘটিকার দিকে মনির হোসেন ও তার স্ত্রী সোহাগী কয়েকজন লোক নিয়ে তার দোকানে ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন এবং নগদ ৩৫ হাজার ৫ শত টাকা লুট করে নিয়ে যায়।
সাংবাদিক সম্মেলনে রফিকুল ইসলামের স্ত্রী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা নদীর তীরে সরকারি খাস জমি অবৈধ দখল করে মনির হোসেন ও তার স্ত্রী সোহাগী দোকান ঘর উত্তোলন করে সেখানে ছোট্ট একটি চায়ের দোকানের পাশাপাশি ৩টি কক্ষ নির্মাণ করে অবৈধ দেহ ব্যবসা ও মাদকের ব্যবসা করে আসছে। তারা প্রায়শঃই জুয়ার আসর বসায়। এতে তার স্বামী বাঁধা হওয়ায় ইতিমধ্যেও হামলা চালায়। এখন উৎখাতের জন্য অপচেষ্টা চালাচ্ছে। সাংবাদিক সম্মেলনে আরো উল্লেখ করা হয়, ওই হামলার ঘটনার পর পরই তারা নলছিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু এসআই হুমায়ুন বলেন, ওদের সাথে আপনি পারবেন না। এতে রফিকুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST