বরিশালে বিএমপি’র কোতোয়ালি মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

বরিশালে বিএমপি’র কোতোয়ালি মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত।

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার, ১৩ জুলাই বেলা ১১:৩০ ঘটিকায় বরিশালে বিএমপি’র কোতোয়ালি মডেল থানা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন, পিপিএম-সেবা।

অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে কোতোয়ালি মডেল থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

এসময় উপস্থিত ভুক্তভোগী জনগণ নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। অতিঃ পুলিশ কমিশনার মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ ফজলুল করিম , অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব নূরুল ইসলাম পিপিএম, ইন্সপেক্টর অপারেশন সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest