নলছিটি শাবাব ফাউন্ডেশন’র ২৪তম মানবিক দাফন।

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২১

নলছিটি শাবাব ফাউন্ডেশন’র ২৪তম মানবিক দাফন।

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি

নলছিটির শাবাব ফাউন্ডেশন’র ২৪তম মানবিক দাফন সম্পন্ন করেছে আজ ১৩ জুলাই মঙ্গলবার রাত সারে ১০টায়।
নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ডাক্তার আবদুল মন্নান করোনা আক্রান্ত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সারে ৪টার দিকে মৃত্যু বরন করেন। মুফতি হানজালা নোমানীর নেতৃত্বে শাবাব ফাউন্ডেশন’র ১২ সদস্যদের মানবিক দল মরহুমের গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest