কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীর সাথে চর লেংটা গ্রামের সংযোগ সড়কটির কাজের উদ্ভোধন।।

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীর সাথে চর লেংটা গ্রামের সংযোগ সড়কটির কাজের উদ্ভোধন।।

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের বাদাম তলী থেকে পূর্ব দিকের সড়ক (চর লেংটা সংযোগ সড়ক) দীর্ঘদিন যাবত চিলো স্থানীয় মানুষের স্থানীয় দাবি। অবশেষে আজ পাকা করণের কাজের উদ্ভোদন করা হয়েছে।

আজ রবিবার (১২জুলাই) সকাল ১১ ঘটিকার সময় সড়কটির কাজের উদ্ভোধোন করেন চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক।
এসময় আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন, চর এলাহী ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগ সভাপতি মাকসুদের রহমান মিয়া,খুরশিদ আলম, হাজী আব্দুল বারেক সহ স্থানীয় ব্যক্তিবর্গ,

উল্লেখ্য সড়কটি বাদাম তলী থেকে শুরু হয়ে মন্নাছ মিয়া জামে মসজিদের সামনে দিয়ে গিয়ে মিলিত হবে নারিকেল ব্যাপারীর দোকানের পূর্ব দিকের সড়কের সাথে। প্রায় ২৩০০ মিটার দীর্ঘ ও ১০ ফুট চওড়া সড়কটি তে থাকবে ২ টি কালভার্ট, এছাড়াও সড়কের পাশে বিভিন্ন স্থানে উঠানো হবে ৬৫ মিটারের সাইট ওয়াল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest