ঢাকা ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউপি’র শান্তির হাটে “আমরা রাসেল পরিষদ” কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
রবিবার রাতে দুবৃত্তরা কার্যালয় টিতে হামলা চালিয়ে সাইনবোর্ড, সার্টার, চেয়ার-টেবিল ও শেখ রাসেলের ছবি ভাংচুর করে পালিয়ে যায়।
পরিষদের উদ্যোক্তা ও উপদেষ্টা আওয়ামীলীগ নেতা জহির জানান,গত রবিবার রাত ১টার সময় আমার বাড়িতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কিছুক্ষণ পর বেরিয়ে কাউকে না দেখে বাজারে গিয়ে দেখি আমরা রাসেল পরিষদ কার্যালয়ের সার্টার খোলা, এগিয়ে দেখি সার্টার ও সাইনবোর্ডে কোপানো, ভিতরে ঢুকে দেখি শেখ রাসেলের ছবি ও চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে,বিষয়টি তিনি সাথে সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির,সংসদ সদস্যের প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী ও থানা পুলিশকে অবহিত করেন। সাথে সাথে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুলিশের এস আই আল আমিন স্থানীয়দের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন।
পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সম্পাদক মিলন এ ঘটনার জন্য আওয়ামীলীগের সমীর ও তার সহযোগীদের দায়ী করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।
উল্লেখ্য যে, গত ৬ জুলাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির আমরা রাসেল পরিষদ কার্যালয় টি শুভ উদ্ভোধন করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST