দাকোপে অবৈধ পন্থায় বালি উত্তোলন চলছেই,অচিরেই বিলিন হতে পারে অনেক এলাকা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৩

দাকোপে অবৈধ পন্থায় বালি উত্তোলন চলছেই,অচিরেই বিলিন হতে পারে অনেক এলাকা

গোলাম মোস্তফা খান, দাকোপ,খুলনা।
ভাংগন কবলিত উপকুলিয় দাকোপ এলাকায় বালু উত্তোলন নিশিদ্ধ করা হলেও ঠিকাদারী কাজ, রাস্তার কাজে,নিচু জমি ভরাটের কাজ,প্লট ব্যবসার কাজে সারা বছর দেদারছে বালু উত্তোলন করা হচ্ছে দাকোপ সদর এলাকা থেকে শুরু করে উপজেলার সর্বত্রই। আর এ বালু উত্তোলন লাভজনক ব্যবসা হওয়ায় প্রভাবশালী রাজনৈতিকনেতাও এ ব্যবসায় জড়িত হয়ে পড়েছে ফলে আগের ন্যায় ইচ্ছা কররেই সকলেই করতে পারছে না। দাকোপ ভাংগন কবলিত এলাকা ৩ টি পোল্ডারে বছরের বারো মাসই এখানে ভাংগন লেগে থাকে বিধায় এখানে বালি উত্তোন ভবিষৎ এর জন্য বড় ধরনের হুমকি,অনেক এলাকায় রাস্তার কোল ঘেষে বালি উত্তোলন করে আবার ওই রাস্তার কাজে ঠিকাদাররা ব্যবহার করায় কাজ শেষ হতে না হতেই রাস্তা ধষে যাচ্ছে। বড় বড় পাইপ লাগিয়ে শত শত বিঘা জমি ভরাট করছে। বাড়ির ভিটামাটি উচু করছে, খাল পুকুর ভরাটের কাজ চলছে, প্লটের কোটি কোটি টাকার লাভজনক ব্যবসায় প্রভাবশালীরা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাদের সাথে কথা বলে চুক্তি করে দেদারছে লক্ষ লক্ষ ফুট বালি উত্তোলন করে চলেছে প্রতিদিন। এ বিষয় স্থানীয় প্রশাসনকে জানিয়েও তেমন কোন কাজ হয় না। বছরে ২/১ টি ড্রেজারের মালিক বা কর্মচারীদের অল্প সল্প জেল জরিমানা করলেও কিছুদিন বাদে আবারও একই স্থানে একই ব্যবসা শুরু হয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য। এ বিষয় কথা হয় তিলডাংগার কিসমত বিশ্বাস,রায়হান বিশ্বাসের সাথে উনারা জানান আত্মঘাতি দিয়ে বালি তোলায় সত্যপিরের রাস্তায় ফাটল ধরেছে, ধ্বষে যাচ্ছে, এ বিষয় লিখিত অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। সদরের কয়েকজন রাজনৈতিক ব্যাক্তি জানান বালু তোলা এখন আর কোন গরিবের কাজ না এ ব্যবসায় এখন স্থানীয় প্রভাবশালী ক্ষমতাধর নেতাসহ সংবাদকর্মীরাও জড়িত। যত্রতত্র এভাবে বালি তোলা অব্যাবহত থাকলে বিলিন হতে পারে দাকোপের নিচু অনেক এলাকার মানচিত্র।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest